কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে, শনিবার (২৬ এপ্রিল) নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি সংঘটিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৫ এপ্রিল) রাতে পাকিস্তানি সেনাবাহিনী
নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সীমান্ত চৌকিগুলোর দিকে উস্কানিমূলক গুলিবর্ষণ করে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও তাদের পোস্ট থেকে পাল্টা গুলি চালায়।ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের বক্তব্য, পাকিস্তানের গুলিবর্ষণের উপযুক্ত ও শক্তিশালী জবাব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এটিই নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো সংঘর্ষ।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, "২৫-২৬ এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট অস্ত্রে গুলিবর্ষণ করে। ভারতীয় বাহিনী তাৎক্ষণিক ও কঠোর জবাব দিয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।"
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কাশ্মীর অঞ্চলে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা ক্রমাগত বাড়ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়েরও মনোযোগ আকর্ষণ করছে।
২ দিন আগে সোমবার, এপ্রিল ২৮, ২০২৫