Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

মালয়েশিয়ায় অবৈধ কাজের জড়িত থাকায়, ৫ বাংলাদেশি নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক:
৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

মালয়েশিয়ার কয়েকটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশিসহ ৪৫ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গত বুধবার রাতে এ অভিযান চালানো হয়।

এর মধ্যে মেলাকা প্রদেশের একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৫ জন্য থাইল্যান্ডের নাগরিক ও ৫ জন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার হওয়া সকলেই নাইট ক্লাবের নারীকর্মী। একই সময়ে অন্য প্রদেশের

কয়েকটি নাইট ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ২৫ জনকে। সব মিলিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।

দেশটির পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কারও বৈধ কোনো কাগজপত্র নেই। অনেকেই ওয়ার্ক পারমিট বা পারমিট পাসের শর্ত লঙ্ঘন করে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। এরপর যৌনকর্ম ও বডি ম্যাসাজের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ান পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার বিদেশি নারীদের নাইট ক্লাবে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য রাখা হয়েছিল। তারা নাইট ক্লাবে আসা পুরুষদের মনোরঞ্জন করে প্রতিরাতে জনপ্রতি ২০০ থেকে এক হাজার রিঙ্গিত আদায় করে আসছিলেন।

৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন