Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

৫ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিকুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো



রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।


বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর

মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।


তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মামলাগুলো হলো: মো. আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটো রিকশাচালক মো. রনি হত্যা মামলা, এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকিব হত্যা মামলা। সবগুলো মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে।

১১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন