Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

সাত বছরের কারাদণ্ড থেকে আমানুল্লাহ আমানকে হাইকোর্টে খালাস

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো



চাঁদাবাজির মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আমানের আপিল মঞ্জুর করে এই রায় দেন। আদালতে আমানের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব

উদ্দিন খোকন, নাজমুল হুদা এবং তারেক ভূঁইয়া।


২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রফিকুল আলম নামে এক ব্যক্তি আমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৪ সালের ২৬ জুনের এক ঘটনায় ২০০৫ সালে দুই দফায় মোট পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়া হয়।


ওই মামলায় ২০০৭ সালের ৭ মার্চ আমানকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচার শেষে ২০০৮ সালের ৮ মে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।


২০০৮ সালে আমান উল্লাহ আমান এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে তাকে খালাস দেন।


এই রায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি এনেছে। দলের নেতারা জানিয়েছেন, আমান উল্লাহ আমান দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন এবং তার বিরুদ্ধে দায়ের করা এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

১৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন