কক্সবাজারে অনুষ্ঠিত ৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে খুলনা জেলা দলকে ১৩৪ রানে হারিয়েছে কুমিল্লা জেলা দল ।
প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা দল সব উইকেট হারিয়ে ২৮২ রান করেন। দলের পক্ষে ইরফান অপরাজিত ১১৪ রান, রুবেল মিয়া ২৭ রান, সাইফুল ৩০ রান, আবু বকর ৪৫ রান, ইয়াছিন আরাফাত ২৬ ও ইয়াছিন আরাফাত অপরাজিত ১৮ রান করেন।
খুলনা দলের পক্ষে
সুজাত ৩ উইকেট ও তানভির ৪ উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে খুলনা জেলা ১৪৮ রানে অলআউট হয়ে যায়। দলের সিয়াম ৫২ রান ও রিয়াজুল ৬০ রান করেন।
কুমিল্লার পক্ষে রোহান ৪ উইকেট , সবুজ ৩ উইকেট , ইয়াসির আরাফাত ২ উইকেট, সায়মন ১ উইকেট দখল করেন।0
৮ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫