Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতীয়

১৩ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে আশ্বিন মাসের পূর্ণিমাকে কেন্দ্র করে আগামী শনিবার (১৩ অক্টোবর) থেকে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হতে যাচ্ছে। এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত।


নিষেধাজ্ঞার এই সময়কালে ইলিশ মাছ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দেশব্যাপী নিষিদ্ধ থাকবে। পাশাপাশি মা ইলিশ সংরক্ষণ

অভিযানের কার্যক্রমও পরিচালিত হবে। প্রতি বছর এই সময়ে মা ইলিশ সাগর থেকে পদ্মা-মেঘনা নদীতে এসে ডিম ছাড়ে। তাই, তাদের নিরাপদ প্রজননের জন্য এ বছরও ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে মাছ ধরতে পারবেন না। যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে, তাহলে তাকে এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।


এদিকে পদ্মা-মেঘনার তীরবর্তী অর্ধলক্ষাধিক জেলে তাদের জাল ও নৌকা তীরে উঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তারা নিষেধাজ্ঞাকালীন সময়ে পরিবারের খরচ নিয়ে চিন্তিত। তাই সরকারিভাবে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তারও দাবি জানিয়েছেন তারা।


উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ঘোষণা দেন যে, ইলিশের প্রজনন মৌসুমকে নিরাপদ রাখতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন