Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

এসআইদের অব্যাহতির পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ শেষের আগেই এসআইদের অব্যাহতির পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। অতীতে এর চেয়েও বেশি সংখ্যক অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়ে বিস্তারিত জানতে সারদা পুলিশ একাডেমি ভালো বলতে পারবে।

শৃঙ্খলাভঙ্গের অনেক কারণ থাকতে পারে, এটি কোনো গুরুতর বিষয় নয়। নতুন নিয়োগের সার্কুলার ইতিমধ্যে দেয়া হয়েছে এবং দ্রুতই তা সম্পন্ন হবে।


তিনি আরও বলেন, যেকোনো আন্দোলনে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা উচিত। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যাতে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও আলোচনা হয়েছে, এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও পরামর্শ দেন যে, শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করা উচিত।


প্রসঙ্গত, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৮২৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে। এ তথ্য অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) মাসুদুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশিক্ষণ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া চলছে এবং তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।


জানা গেছে, পুলিশে এসআই পদে চাকরি পেতে প্রার্থীদের শারীরিক, লিখিত, মৌখিক এবং কম্পিউটার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নির্বাচিত প্রার্থীরা 'আউটসাইড ক্যাডেট' হিসেবে এক বছরের মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এবার ৪০তম ব্যাচে মোট ৮২৩ জন প্রশিক্ষণ শুরু করেছিলেন ১১ নভেম্বর ২০২৩ সালে, যা শেষ হওয়ার কথা ছিল এ বছরের নভেম্বরে।


অবশিষ্ট ৫৭১ জনের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় তারা এখনও বহাল আছেন এবং শীঘ্রই তাদের মাঠপর্যায়ে কাজে নিযুক্ত করা হবে।

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন