Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সচিবালয়ের গেট ভেঙে দুটি বড় গাড়ি ঢোকানো হয়েছে: ডিজি

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল। সচিবালয়ের গেট ভেঙে দুটি বড় গাড়ি ঢোকানো হয়।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আনার পর এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ

কামাল।


তিনি জানান, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পান তারা। মাত্র দুই মিনিটের মধ্যে, অর্থাৎ ১টা ৫৪ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নেভাতে মোট ২০টি ইউনিট কাজ করেছে, যার মধ্যে ১০টি সরাসরি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


মহাপরিচালক আরও বলেন, ভবনের ৬, ৭, ৮ এবং ৯ তলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। পরে তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


এ ঘটনার মধ্যে একটি দুঃখজনক ঘটনাও ঘটে। একটি ফায়ার ফাইটার প্রথম ধাপে পানির পাম্প থেকে পাইপে লাইন সংযোগ দেওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আগুনের কারণে ক্ষতিগ্রস্ত ভবনটিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, এবং সড়ক পরিবহন সেতু বিভাগ অবস্থিত বলে জানিয়েছেন তিনি।

২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন