Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীমকে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে অবিলম্বে ঢাকায় সদরদপ্তরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।


জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রদবদলের অংশ হিসেবেই আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক পরিচিতি পাওয়া এই দূতকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।


২০১৮ সালের ৩০ নভেম্বর

থেকে সাইদা মুনা তাসনীম যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।


যুক্তরাজ্যে মিশনে যাওয়ার আগে তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি বিএসএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা।


রাষ্ট্রদূত হওয়ার আগে সাইদা মুনা তাসনীম পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক এবং লন্ডন হাই কমিশন ও নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


সাইদা মুনা তাসনীম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন