Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

রমজান ও গরমে লোডশেডিং হবে না: উপদেষ্টা ফাওজুল

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




আসন্ন রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, আগামী রমজান ও গরমে কোনো লোডশেডিং করা হবে না। এ সময় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে রাখা যাবে না। গরমে স্যুট পরার প্রয়োজন নেই। স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও মন্তব্য

করেন তিনি।


শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।


ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) একটি ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের কর্মীরা কাজ না করে ঢাকায় বসে সভা-সেমিনার নিয়ে ব্যস্ত রয়েছেন।


জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে যারা নতুন করে গ্যাস লাইনের জন্য আবেদন করবে, তাদের বাড়তি দাম দিতে হবে। সরকার ৭০ টাকায় গ্যাস কিনে কম দামে বিক্রি করতে পারবে না।


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে সরকার বিদ্যুতের দাম বাড়ায়নি বলে জানান ফাওজুল কবির খান। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারকে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে ৮.৯০ টাকা দিচ্ছেন, অথচ সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনছে ১২ টাকায়।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন