Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নতুন বছরই বাংলাদেশ একটা রাজনৈতিক সরকার পাবে: পরিকল্পনা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



নতুন বছরে বাংলাদেশ একটি রাজনৈতিক সরকার পাবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক এবং আয়-বৈষম্য বলে তিনি উল্লেখ করেছেন।


শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে তিনি এসব কথা বলেন।


ড. ওয়াহিদউদ্দিন

মাহমুদ বলেন, "অর্থনৈতিক ও আয়-বৈষম্য এখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষার প্রয়োজন, যা অর্জনে বাংলাদেশ এখনও অনেক দূরে রয়েছে।"


তিনি আরও বলেন, "বাংলাদেশের এখন স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই। তবে উন্নত দেশগুলোর কাছ থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা চলছে, এবং এতে অনেক দেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।"


এ সেমিনারে অংশ নেওয়া বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, মধ্যম আয়ের ফাঁদ এড়াতে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দেওয়া জরুরি। এই প্রচেষ্টার মাধ্যমে উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তির ব্যবহারে জোর দিতে হবে।


ইন্দরমিত আরও বলেন, "মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার। বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হতে হবে। পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর উদ্যোগ নিতে হবে।"


বিশ্বব্যাংক এ সম্মেলনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছে।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন