ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ YCSBD কুমিল্লা শাখা ও নেক্সটজেন ইয়ুথ অ্যালায়েন্স কুমিল্লার উদ্যোগে মাদ্রাসার হাফেজের সঙ্গে আনন্দমুখর পরিবেশে সময় কাটাতে পিঠা উৎসব ও শৈশবের খেলাধুলার আয়োজন করা হয়েছে।
YCSBD আয়োজিত উক্ত অনুষ্ঠান শাহরিয়ার সাইফের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
পিঠা উৎসবে কুরআনের পাখিদের জন্য কানামাছি খেলা, বালিশ খেলা, মোরগ
লড়াই, হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। এবং ফেনী শাখার সদস্য ও অতিথিদের জন্য হাঁড়ি ভাঙ্গা খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত খেলাধুলা শেষে কুরআনের পাখিদের মাঝে ৬ প্রকারের পিঠা ও ৩ রকম ভর্তা'র আয়োজন করা হয়। তাছাড়াও পিঠা উৎসব ও শৈশবের খেলাধুলা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।পুরো আয়োজনে ভলান্টিয়ার পার্টনার হিসেবে যুক্ত ছিলেন স্বপ্ন জোড়া সামাজিক সংগঠন।
উক্ত পিঠা উৎসব ও আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের উপ মহা-ব্যবস্থাপক ড. ইফতেখার আহমেদ রবিন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ কুমিল্লা শাখার উপদেষ্টা, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ওয়াইসিএসবিডিয়ান শহিদ উল্লাহ মিয়াজি।
পিঠা উৎসবের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ YCSBD ইমিডিয়েট ফাস্ট রিপ্রেজেনটেটিভ ওয়াইসিএসবিডিয়ান তাহসিনুল ইসলাম ফারহান ।
আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া পরিচালনা করেন, মাওলানা জিয়া উদ্দিন গালিব মোহতামিম, আল মদিনা তালিমুল কুরআন স্কুল এন্ড মাদ্রাসা কুমিল্লা।
উপস্থিত ছিলেন, স্বপ্নজোড়া সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার সাইফ, জম জম ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল সহ বেশকিছু অতিথি ও YCSBD কুমিল্লা শাখার সদস্যগণ মোহাম্মদ ইস্রাফিল, হুমায়ুন রাশেদ, নাবিলা আক্তার, ফারিহা জান্নাত, হুমায়রা সুমি, কাউসার হক, ফৌজিয়া রহমান, আবু রায়হান, তাফহিমা তারিন প্রমুখ।
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫