ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। দীর্ঘদিন ধরে কাজ করেছি, এবার অন্য দিকে মনোযোগ দিতে চাই।”
এই প্রসঙ্গ ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন। ভক্তদের মতে, পোস্টটির মাধ্যমে তিনি পূর্বে দেওয়া সাক্ষাৎকারের বিষয়টি পুনরায় সামনে
এনেছেন।সাক্ষাৎকারে অহনা জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরিকল্পনা করছেন।
নিজের পোস্টে অহনা লেখেন, “কোন দিনও যদি জেনে বা না জেনে আমি কারও কষ্ট দিয়ে থাকি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ্ সবাইকে ভালো রাখুন, এই দোয়া করি।”
তার পোস্টে ভক্তরা আবেগঘন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “আপনি আমাদের ভালো রেখেছেন, আশা করি আপনিও ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।” আরেকজন লিখেছেন, “আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন, আমিন।”
উল্লেখ্য, মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু করা অহনা রহমান বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫