Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ভিনিসিয়ুসের জাদুতে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। যোগ করা সময়ের নবম মিনিটে গোল করে ড্রয়ের পথে থাকা ব্রাজিলকে চমৎকার এক জয় এনে দেন এই তারকা ফরোয়ার্ড। এই জয়ের মাধ্যমে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।


বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শনিবার সকালে ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে

দোরিভাল জুনিয়রের দল।


ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেই শুরু করে ব্রাজিল। দারুণ কিছু করার আভাস দিয়ে ব্রাজিল ষষ্ঠ মিনিটে এগিয়েও যায়। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সে ভিনিসিয়ুসকে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।


স্পট কিক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। এগিয়ে যাওয়ার পর পাসিং ও গতিতে কলম্বিয়ার রক্ষণে চাপ তৈরি করে ব্রাজিল। কয়েকবার সুযোগ পেয়েও লিড বাড়াতে পারেনি ব্রাজিল। এই সময় কলম্বিয়াকে খুঁজেই পাওয়া যায়নি।


৪১ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় কলম্বিয়া। অসাধারণ ফিনিশিংয়ে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান দিয়াজ। শেষ পর্যন্ত সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেই দারুণ এক আক্রমণে যায় ব্রাজিল। ৪৭তম মিনিটে ভিনিসিয়ুসের আড়াআড়ি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কামিলো ভার্গাস।


৬৪ মিনিটে দারুণ এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষ রক্ষণে গিয়ে খেই হারানোয় শেষ পর্যন্ত গোল পাওয়া হয়নি। ৬৮ মিনিটে কলম্বিয়ার আক্রমণ রুখে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।


৭১তম মিনিটে মাথায় সংঘর্ষে চোট পান আলিসন ও সানচেজ। কিছুটা সময় শুয়ে থাকেন দুইজনই। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ান ডিফেন্ডার। চালিয়ে যেতে পারেননি আলিসনও, তার জায়গায় নামেন বেন্তো।


শেষ দিকে দুই দলই আরো কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু আর কোনো গোল না হওয়ায় মনে হচ্ছিল সমতাতেই শেষ হবে ম্যাচ। ঠিক সেই সময়ে ত্রাতা হিসেবে আবির্ভূত হন ভিনিসিয়ুস জুনিয়র। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে করেন দারুণ এক গোল। আর তাতেই ব্রাজিল পেয়ে যায় মহামূল্যবান তিন পয়েন্ট।


এ জয়ে পয়েন্ট টেবিলে বড় একটা লাফ দিল ব্রাজিল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে উঠে এলো দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেল কলম্বিয়া।


২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন