Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

ভিড়ের মধ্যে অস্বস্তিতে শাহরুখকন্যা, বাঁচাতে ছুটে এলেন জ্যাকি শ্রফ

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




শাহরুখ খানের মেয়ে সুহানা খান বলিউডে পা রাখার আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এখনও পর্যন্ত মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন তিনি, তবে সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীর সংখ্যা ঈর্ষণীয়। প্রায়ই তাকে ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন পাপারাজ্জিরা। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সুহানা, আর তখন তাকে রক্ষা করতে এগিয়ে আসেন জ্যাকি শ্রফ।


সুহানার

পরনে ছিল কালো রঙের একটি পাথরখচিত পোশাক, যার মূল্য ৪ লাখ রুপিরও বেশি। খোলা চুল, কানে বড় দুল, সঙ্গে ছিল দামি একটি ব্যাগ। এই সাজেই তিনি হাজির হয়েছিলেন সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের অনুষ্ঠানে, যা মুম্বাইয়ে অর্পিতা খানের নতুন রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল। তারকাখচিত সেই জন্মদিনের আসর থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিরা তাকে ঘিরে ধরেন।


তাদের অতিরিক্ত ফ্ল্যাশলাইট ও ভিড়ের কারণে সুহানার মধ্যে অস্বস্তি প্রকাশ পায়। তখনই পেছন থেকে সাহায্যের হাত বাড়ান ‘জ্যাকি আঙ্কল’। জ্যাকি শ্রফ পাপারাজ্জিদের উদ্দেশ্যে কড়া সুরে বলেন, “মুখের ওপর বেশি আলো ফেলবেন না।” এর পর কোনো রকমে সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান সুহানা।


উক্ত অনুষ্ঠানে সুহানা ছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম আলি খান, কার্তিক আরিয়ান, অগস্ত্য নন্দা, ববি দেওল এবং অন্যান্য তারকারা।


সুহানা খান খুব শিগগিরই সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে দেখা যাবে। অন্যদিকে জ্যাকি শ্রফ তার আসন্ন ছবি ‘বেবি জন’ এবং ‘হাউসফুল ৫’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন