ভারতের লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি। এই ঘটনায় নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। লেহ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেনা বাহিনীর গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারির দিকে যাচ্ছিল। কিয়ারিতে ঢোকার সাত কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়িটি গড়িয়ে পড়ে। ওই গাড়িতে মোট ১০ জন সেনা সদস্য ছিল। তাদের
মধ্যে মধ্যে নয়জনেরই মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনার খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ অন্য নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মোদি বলেছেন, লেহ-এর কাছে দুর্ঘটনায় আমরা ভারতীয় সেনাদের হারিয়েছি তাতে ব্যাথিত। জাতির প্রতি তাদের অসামান্য সেবা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।
সেনা সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, লাদাখের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত, যাতে আমরা আমাদের সাহসী সেনাদের হারিয়েছি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক্সে লেখেন, লাদাখের লেহ অঞ্চলের কাছে খাদে সেনাবাহিনীর গাড়ি উলটে পড়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দেশের প্রতি এই সেনাদের অবদান ভোলার নয়। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আশঙ্কাজনক অবস্থায় আরও এক সেনা সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্রুত আরোগ্য কামনা করছি।
গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে। উত্তর ভারত জুড়েই দুর্যোগপূর্ণ পরিস্থিতি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জম্মু-কাশ্মীর এবং লাদাখ অঞ্চলেও টানা বৃষ্টিপাত চলছে। এই পরিস্থিতিতে একাধিক রাস্তায় ধস নেমেছে। মনে করা হচ্ছে লেহ অঞ্চলের ওই এলাকাতেও ধস এবং বৃষ্টিপাতের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। সেই অবস্থাতেই সেনাবিহনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে। আর তাতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫