Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

উসকানিদাতাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো




অপরাধমূলক কর্মকাণ্ড ও দেশবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া ধ্বংসাত্মক আন্দোলন ও সমাবেশে উস্কানিদাতাদেরও গ্রেফতারের ঘোষণা দিয়েছেন তিনি।


মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি

এসব তথ্য জানান।


সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় অপরাধী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।


স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম তীব্র করা হবে। পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের সময় নিরাপত্তা জোরদারে ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করা হবে। এছাড়া আবাসিক হোটেল ও বস্তিগুলোতে বিশেষ অভিযান চালানো হবে বলে জানানো হয়।

২৮ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন