নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে স্বচ্ছ মানসিকতা থাকতে হবে। তিনি আরও বলেন, যদি উদ্দেশ্য মহৎ হয়, তবে চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন নয়। নির্বাচন কমিশন জাতিকে স্বচ্ছ এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
আজ (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত
‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এ কর্মশালা নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আওতায় দিনব্যাপী আয়োজন করা হয়।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন দেশের আঠারো কোটি মানুষের আমানত, আর এই আমানত রক্ষার দায়িত্ব সবার।
কর্মশালায় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তা প্রমুখ।
৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫