Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

তুরস্ক সব হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে: প্রেসিডেন্ট এরদোগান

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

তুরস্ক সব হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) পিকেকেপন্থি গ্রিন লেফট পার্টিকে (ওয়াইএসপি) সহযোগিতা করায় তিনি তাদের উদ্দেশে এই সতর্কবার্তা দিয়েছেন।


রাজধানী আঙ্কারায় সোমবার তুর্কি কবি মেহমেত আকিফের স্মরণসভায় বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খবর ডেইলি সাবাহর।


এরদোগান বলেন, দলগুলো পিকেকে সন্ত্রাসীদের মতো একই বক্তৃতা ব্যবহার করে। তাদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করা হবে। নির্বাচনি জোট স্বার্থের ভিত্তিতে তাদের আদর্শ একীভূত হয়েছে।


তিনি বলেন, আমরা কখনই তাদেরকে আমাদের জাতীয় ইচ্ছার বিরুদ্ধে, আমাদের গণতন্ত্রের সুযোগ-সুবিধা ব্যবহার করে অতর্কিত হামলার অনুমতি দেব না। তিনি তাদেরকে নিজের ইচ্ছা ছাড়াই রাজনৈতিক পুতুল বলে অভিহিত করেছেন। 


এরদোগান বলেন, রাজনৈতিক ইস্যু কাজে লাগিয়ে যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।


সম্প্রতি তুরস্কে ১২ সেনা নিহতের জন্য পিকেকের নিন্দা করার জন্য গত সপ্তাহে একটি যৌথ ঘোষণা জারি করেছিল।


১২ সেনা হত্যার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে তুরস্ক, তুর্কি সশস্ত্র বাহিনী (টিএসকে) ইরাক ও সিরিয়ায় পিকেকে লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য একাধিক বিমান হামলার ঘোষণা দিয়েছে দেশটি।

২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন