Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

তৃতীয় বর্ষপূর্তিতে সোনারতরী রক্তদান ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার:
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ  এর ৩য় বর্ষপূর্তি উদযাপন ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও দোয়া এবং মাদ্রাসার ছাত্রদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়। এছাড়া বর্ষপূর্তি উপলক্ষে কয়েকটি টিউবওয়েল, সেলাই মেশিন,সিলিং ফ্যান বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয় ।

শনিবার সারাদিনব্যাপি অনুষ্ঠিত হওয়া এ মিলনমেলায় অর্ধশত স্বেচ্ছাসেবী সংগঠন

ও ২১ জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও ডাক্তার, শিক্ষক, সংগঠন এর এডমিন, মডেরেটর, পরিচালক, সদস্য , উপদেষ্টা, দাতা সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কুমিল্লা ও ডেইলি বাংলাদেশ মিররের সম্পাদক এবং কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোকশেদ আলী, সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সংগঠনের উপদেষ্টা ত্বোহা স্বাধীন, দাতা সদস্য আবুল হাসেম, মো: জহিরুল ইসলাম, মো:এবাদুল হোসেন, কামাল হোসেন, বিজয়পুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দিদারুল আলম মজুমদার রুবেল ও সদস্য দেলোয়ার হোসেন ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার রাসেল সোহেল।

কার্যকরী সদস্য আলাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: সাদ্দাম হোসেন হাদী। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক সদস্য হাবিবুর রহমান, জিয়াউল হাসান, সাজ্জাদ, দায়িত্বশীল আনোয়ার, মারিফ, সাইমা, সাথী, কার্যকরি সদস্য সাজু,জুয়েল, সজীব, খালেদ, আল আমিন, ইব্রাহীম, সবুজ, এ ছাড়াও বিভিন্ন সংগঠন এর প্রতিনিধী স্বেচ্ছাসেবীগণ।

বর্ষপূতি অনুষ্ঠানের সূচনা হয় সকাল সাড়ে ৯ টায় এবং বিকেল ৫ টায় এটির সমাপণী অনুষ্ঠিত হয়।

এ সংগঠনটি সারাদেশজুড়ে সদস্য সংগ্রহ করে সারাদেশেই অসুস্থ্য রোগীদের রক্তদান করে সেবা প্রদান করে আসছে। রক্তদানের পাশাপাশি তারা মানবিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছে।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন