Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ট্রাম্পের জয়ে রাতারাতি ১৫ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইলন মাস্কের সম্পদ বেড়েছে ব্যাপকভাবে। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় আগে থেকেই মাস্কের ছিল বড় ধরনের অর্থনৈতিক সমর্থন। রিপাবলিকান দলের নির্বাচনী প্রচারণায় মাস্ক প্রায় ১১৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন।


সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের জয়লাভের পরপরই মাস্কের সম্পদ রাতারাতি

১৫ বিলিয়ন ডলার বেড়ে গেছে। শুধু টেসলার শেয়ারের মূল্যই বেড়েছে ৪১১ মিলিয়ন ডলার।


এই অতিরিক্ত ১৫ বিলিয়ন ডলার দিয়ে মাস্ক কী কী করতে পারেন, তা নিয়েও সিএনএন একটি বিশ্লেষণ করেছে। বলা হয়েছে, তিনি চাইলে বিশ্বের প্রতিটি মানুষকে এক ডলার করে দিলেও অবশিষ্ট অর্থ দিয়ে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পুরো সম্পত্তি (প্রায় তিন বিলিয়ন ডলার) কিনে নিতে পারেন।


এছাড়া মাস্ক যদি টেসলার নির্মিত ব্যয়বহুল সাইবারট্রাক কিনতে চান, তাহলে এই অর্থ দিয়ে তিনি প্রায় এক লাখ ৮২ হাজার সাইবারট্রাক কিনে ফেলতে পারবেন।


স্পোর্টসে বিনিয়োগের আগ্রহ থাকলে মাস্ক ডালাস কাউবয়েসের মতো বিশাল এক দলকেও কিনে নিতে পারবেন, যার মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার।


সিএনএন আরও জানিয়েছে, মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫০ বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। ২০২১ সালে মাস্ক নিজেই জানিয়েছিলেন যে, তিনি বছরে ১১ বিলিয়ন ডলারেরও বেশি কর পরিশোধ করেন।

১৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন