Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

ট্রাকে বালি তোলার সময় চাপা পড়ে ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো

রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া বালুর চাতাল থেকে ট্রাকে বালু তোলার সময় বালুর স্তূপ ভেঙে চাপা পড়ে ৩ জন নিহত হয়েছে।


মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালুর চাতালে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন - বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম শেখ(৫৫), বেকুর ড্রাইভার মারুফ শেখ(২০) ও ট্রাকের ড্রাইভার মোঃ রিমন আলী(২৭)।


স্থানীয়রা

জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল।


ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তূপ থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের ওপর পরে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ১০ চাকার ট্রাকচালক নিহত হন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো.রেজাউল করিম এ দুর্ঘটনা ও ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানায়, বালুর চাতালে কাজ করার সময় বালুচাপায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

১৩ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন