Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

তিতাসে অপারেশন ডেভিল হান্ট এর আওতায় অবৈধ অস্ত্রধারী আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা কর্মসূচীর অংশ হিসেবে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট এর মাধ্যমে কুমিল্লার তিতাস উপজেলার  গৌরীপুর হতে অবৈধ অস্ত্রধারী মোঃ রায়হান ও শফিকুল ইসলামকে সেনাবাহিনী ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী  গ্রেফতার করেছে ।


 এ সময়  তাদের কাছ থেকে ০১ টি শটগান, ১২ রাউন্ড শটগান কার্তুজ,

০৪ টি চাপাতি, ০১ টি রামদা, ০১ টি পুলিশের ব্যবহৃত লাঠি, ০৩ টি তিন ফুট পাইপ, ০২ টি হ্যান্ড চেইন, ০৪ টি চাইনিজ কুড়াল, ০২ টি ছুরি, ০১ টি কেচি, ০১ টি চেইন চাইনিজ কুড়াল ও ০২ পিস বিয়ার ক্যান উদ্ধার করা হয়।


শনিবার দুপুরে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।


পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র ও মাদক তিতাস থানায় হস্তান্তর করা হয়। 


অবৈধ অস্ত্রধারী মোঃ রায়হান ও শফিকুল ইসলামকে গ্রেফতারে তিতাস থানার গৌরীপুর এলাকার জনমনে স্বস্তির সঞ্চার হয়েছে।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন