Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

১০০ টাকার জন্য সহকর্মীর ছুরিকাঘাতে কিশোর খুন

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা সদর দক্ষিণে সহকর্মীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার বেলতলী বাজার সংলগ্ন পেট্রোল পাম্পে বুধবার এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মারুফ (১৭)।

সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে।

এদিকে ছুরিকাঘাতে খুন করা রাব্বি পলাতক রয়েছে। সে বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে। তারা দুজনে পেট্রোল পাম্পের

নজেল ম্যান ছিলেন।
ওই পাম্প সূত্রে জানা গেছে, রাব্বি ও মারুফ পাম্পের নজেল ম্যান। কারো কাছ থেকে তারা ১০০ টাকা বখশিশ পেয়েছে। ওই টাকা নিয়েই তাদের দ্বন্দ্ব ছিল। এরপরেই এই ঘটনা ঘটায় ওই যুবক।

এদিকে ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফুটেজে দেখা যায়, পাম্পের ভেতর একটি টুলে বসে রাব্বী ও তার সঙ্গের দুজন। এসময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বিকে কিছু বলছিল। পরে রাব্বি উত্তেজিত হয়ে যায়। সবুজ রঙের টি-শার্ট পরা মারুফ ও নীল রঙের টি-শার্ট পরা রাব্বির মাঝে কথা-কাটাকাটি হয়। এসময় মারুফ পাশে ঝুলানো একটি ছাতা হাতে নিয়ে তাকে ধমক দেয়। পরে রাব্বী স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভেতরের একটি কক্ষে গিয়ে ফল কাটার ছুরি আনে। ধীরে ধীরে হেঁটে যায় মারুফের সামনে। সামনে গিয়ে মারুফের বুকে মাত্র দুই সেকেন্ডে তিনবার ছুরিকাঘাত করে। পরপর আঘাতের ফলে মারুফ লাফিয়ে উঠে অন্যত্র চলে গেলেও সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। রক্তক্ষরণে পাম্পেই মারা যায় সে। এদিকে রাব্বী দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে।   

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, শুনেছি তাদের মধ্যে বখশিসের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। রাব্বি ঘটনার পর পালিয়ে যায়। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা তাকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন