Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

তিন নম্বর সতর্ক সংকেত: উপকূলে নৌযান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া এবং সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ জানান, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড ঢেউ এবং উত্তাল পরিস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চরমোন্তাজ, রাংগাবালী এবং মনপুরাগামী নৌযান চলাচল

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।


আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল পর্যন্ত সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী দু–তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়াতে পারে।


মধ্য আশ্বিনের এই বৃষ্টিতে বুধবার রাতে ঢাকার জিগাতলা, ধানমন্ডি, আরামবাগ এবং গ্রিন রোডসহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। পথচারীরা জানান, টানা প্রায় ৩ ঘণ্টা ধরে বৃষ্টির ফলে সড়কে পানি জমে থাকে, যার কারণে যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ দেখা দেয়।


আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।


আজকের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন