Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আসাদুজ্জামানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত। এসব হিসাবের মোট পরিমাণ ১২ কোটি ১১ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।


অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলোর মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে রয়েছে পাঁচ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা, ইউনিয়ন ব্যাংক

পিএলসির তিনটি হিসাব মিলিয়ে তিন কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৫৯৪ টাকা, সীমান্ত ব্যাংক পিএলসিতে এক কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৫৯৬ টাকা, সিটি ব্যাংক পিএলসির তিনটি হিসাব মিলিয়ে এক কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৪২৬ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসিতে ৮ লাখ ৬৭ হাজার টাকা। দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী আসাদুজ্জামান খান কামালের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করা হয়।


আবেদনে উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামান খান অসাধু উপায়ে জাতীয় আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন এবং আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেন করেছেন। এতে মানিলন্ডারিং-এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ এবং দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে তা স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করেছেন।


এছাড়া, তিনি অবৈধভাবে অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তরের প্রচেষ্টায় রয়েছেন। এসব কারণে তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। তার হিসাবগুলো অবরুদ্ধ না হলে বিচার চলাকালীন সময়ে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না, যা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। এর আগে, গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও কন্যা সাফিয়া তাসনিম খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন