Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে নতুন ভূমিকায়!

স্পোর্টস ডেস্ক:
২৪ দিন আগে শনিবার, মে ৩, ২০২৫
# ফাইল ফটো

এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের চেয়ে আলোচিত ইস্যু ছিল তামিম ইকবালকে দলে নানেয়া। পুরো বিশ্বকাপজুড়েই তামিমের শূন্যতা টের পেয়েছে টাইগাররা। এমনকি সমালোচকদের অনেকেই মনে করেন বাংলাদেশের এই সেরা ওপেনারকে দলে নেয়া উচিত ছিল।

তবে এবারের বিশ্বকাপে না থাকলেও আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে নতুন ভূমিকায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ২০২১ সালেই অবসরের

ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটটা যে খুব বেশিদিন খেলবেন না, সে ইঙ্গিত দিচ্ছেন বারবার।

তাই আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে। এমনটাই জানিয়েছেন তিনি একটি লাইভ অনুষ্ঠানে। এ ব্যাপারে তিনি বলেন, 'আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।'

বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে আতাহার আলী খানকেই দেখা যায় ধারাভাষ্য দিতে। সাম্প্রতিক খেলোয়াড়দের মাঝে একমাত্র তামিমই এমন ইচ্ছে পোষণ করেছেন।

২৪ দিন আগে শনিবার, মে ৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন