ময়মনসিংহে একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর (২০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় হোটেল মালিক মো. মুসাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টায় নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজে নামে আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ভারপ্রাপ্ত
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে। তবে যে নাম-পরিচয় ও ঠিকানা ব্যবহার করে তারা রেস্ট হাউজে উঠেছিল, সেখানে যাচাই-বাছাই করা হচ্ছে।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫