টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে অভিযান চালিয়ে সাত লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৭ মার্চ) রাত ২টায় উপকূলের দক্ষিণ পূর্ব এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড
কমান্ডার আব্দুর রহমান জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দ করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
২৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫