Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

ফেনীতে ১৫ বছরের পলাতক যুবক আটক

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো

ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে আলী হোসেন মাসুদ নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ। ২০০৮ সালে সেনবাগ থানার একটি চুরির মামলায় জামিন নিয়ে ১৫ বছর পলাতক ছিলেন তিনি।

গত সোমবার রাতে দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে আটক করা হয়। পরে তাকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক মাসুদ ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর লালপুর গ্রামের বাসিন্দা।

দাগনভূঞা

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ২০০৮ সালে চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হন মাসুদ। পরে তিনি আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। ২০২২ সালের ১৫ ডিসেম্বর ওই মামলায় তার বিরুদ্ধে ৬ মাসের সাজা ঘোষণা হয়। জামিন নেওয়ার পর থেকেই আটক এড়াতে বারবার স্থান পরিবর্তন করতে থাকেন মাসুদ।

৮ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন