Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

শুটিংয়ে আহত বলিউড অভিনেতা অক্ষয় কুমার

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বলিউডের সুপরিচিত অভিনেতা অক্ষয় কুমার। সাধারণত তিনি তার কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তবে এবার কাজ করতে গিয়ে বিপাকে পড়লেন। 'হাউজফুল ৫' সিনেমার একটি দৃশ্যে শুটিং করার সময় আহত হয়েছেন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের অনুসারে, সিনেমাটির একটি স্টান্ট করছিলেন অক্ষয় কুমার। হঠাৎ করে একটি বস্তু তার চোখে এসে লাগে, ফলে তিনি আহত হন।


এ ঘটনার পর

একজন জানিয়েছিলেন, অক্ষয় কুমার চোখে আঘাত পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সেটে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাকা হয়। তিনি অক্ষয়ের চোখ ব্যান্ডেজ করে দিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেন।


এদিকে, বলিউডের খিলাড়ি চোখে আঘাত পেলেও অন্যান্য অভিনেতারা শুটিং চালিয়ে যান। তবে জানানো হয়েছে, অক্ষয় কুমার শিগগিরই শুটিংয়ে ফিরবেন। সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, তাই তিনি চান না কোনো কারণে শুটিংয়ে দেরি হোক।


'হাউজফুল ৫' সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি আরও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, ঝ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর এবং দিনো মোরিয়া।


শুরুর দিকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে সিনেমাটির শুটিং হয়েছে। একটি ক্রুজে টানা ৪০ দিন শুটিং হয়েছে, এছাড়াও নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি এবং হোনফ্লেউরমহের মতো বিভিন্ন জায়গায় শুটিং চলে। তরুণ মনসুখানি পরিচালিত এই সিনেমাটি ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন