Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

স্ত্রী রিয়াকে বয়কটের পর ডিভোর্সের ঘোষণা হিরো আলমের

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, ওরফে হিরো আলম, এবার ব্যক্তিগত জীবনের কারণে চাঞ্চল্য তৈরি করেছেন। স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি তাকে ডিভোর্স দেবেন বলে ঘোষণা দিয়েছেন।


বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে হিরো আলম এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে, বুধবার তিনি ফেসবুকে রিয়া মনিকে 'বয়কট' করার ঘোষণা দিয়েছিলেন।


এই

বিষয়ে হিরো আলম বলেন, "জীবনের শেষ মুহূর্তে আমার পালক বাবার পাশে রিয়া মনি থাকেনি। এই কারণেই গতকাল (১৭ এপ্রিল) আমি তাকে বয়কট ঘোষণা করেছি।"


তিনি আরও উল্লেখ করেন, "এর আগে ২০১৭ সালে আমার প্রথম স্ত্রী আমার বিরুদ্ধে বগুড়ায় মামলা করেছিলেন। সেই মামলার জেরে আমাদের সম্পর্ক ভেঙে যায়। ২০২২ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বনিবনা হয়নি। পরে রিয়া মনির (হিরো আলম প্রযোজিত সিনেমার নায়িকা) সঙ্গে পরিচয় হয় এবং আমরা বিয়ে করি।"


হিরো আলম স্পষ্ট করে বলেন, "আমি রিয়া মনিকে বহুবার মাফ করেছি, কিন্তু এবার আর নয়। 'বয়কট' মানে তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখব না। আমি ঢাকায় গিয়ে তার থেকে আলাদা হয়ে যাব। যদি আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ থাকে, তাহলে তাকে প্রমাণসহ তা উপস্থাপন করতে হবে।"


উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক রাজধানীর একটি হাসপাতালে মারা যান। বুধবার বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই হিরো আলম ও রিয়া মনির মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়।


হিরো আলমের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন