প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস এম এম নাসির উদ্দিন বলেছেন, বিভিন্ন ধরনের ত্রাণ বা সহায়তার আশায় অনেক বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দিচ্ছেন। কক্সবাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রস্তুত করার সময় এমন তথ্য পাওয়া গেছে।
সোমবার নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক
ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।সিইসি বলেন, "আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। স্থানীয় অনেকেই ত্রাণের লোভে নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দিচ্ছেন। অনেকে স্বেচ্ছায় রোহিঙ্গা হওয়ার পথ বেছে নিয়েছেন। রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বিয়েও হচ্ছে। অনেক ক্ষেত্রে স্বামী রোহিঙ্গা, স্ত্রী বাংলাদেশি। আবার স্ত্রী রোহিঙ্গা, স্বামী বাংলাদেশি। এমন তথ্যও আমরা পেয়েছি।"
তিনি আরও বলেন, "সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য ভোটার তালিকা অবশ্যই নির্ভুল হতে হবে। বর্তমানে প্রায় ১৭ লাখ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে গেছে। এরা যেন কবর থেকে ভোট দিতে পারে না, সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে, প্রায় ৩৬ লাখ ব্যক্তি ভোটার তালিকায় নাম লেখানোর যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এই ত্রুটিগুলো দূর করা জরুরি।"
সাংবাদিকদের সংগঠনগুলোর নির্বাচন প্রক্রিয়ার প্রশংসা করে সিইসি বলেন, "যদি সাংবাদিকদের মতো করে নির্বাচন করা যেত, তাহলে তা ভালো হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নেই, কারচুপি নেই, এমনকি কোনো অভিযোগও নেই। আমরা অবাধ তথ্য প্রবাহ চাই, যাতে সবাই নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে পারে।"
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫