Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইরানে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

ইরানে বিষাক্ত মদপানের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।

আলবোরজ প্রদেশের প্রধান বিচারক হোসেইন ফজেলি হারিকান্দি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনকে বলেন, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে ১৮০ জন।

তিনি আরও বলেছেন, হাসপাতালে ভর্তি হওয়া অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে কয়েকজন অন্ধ

হয়েছেন। সেইসঙ্গে অনেককে এখন ডায়ালাইসিস করা হচ্ছে।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করেছে। হারিকান্দি আরও বলেছেন, এই ঘটনায় আলবোরজ কর্তৃপক্ষ ছয়জনকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে জব্দ করেছে ছয় হাজারের বেশি লিটার মদ।

ইরানের ফরেনসিক ইন্সটিটিউট জানিয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত বিষাক্ত মদ পানে ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। যা গত ১২ মাসের চেয়ে ৩০ শতাংশ বেশি।

২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন