সৌদি আরবের মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করলেন নগর বাউল জেমস। সৌদি সরকারের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিলো দারুণ উন্মাদনা। সেই উন্মাদনার জবাবে গানের সুর ও কণ্ঠের জাদুতে সবাইকে মুগ্ধ করলেন এই রকস্টার।
রিয়াদের আল-সুওয়াইদি পার্কে অনুষ্ঠিত এই কনসার্টে ছিল তিল ধারণের জায়গা নেই। পুরো পার্ক যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। জেমস
হয়ে উঠেছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালা। মাথায় লাল গামছা, পরনে কালো টি-শার্ট আর নীল জিন্স পরে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। গিটারের বাজনায় আর সুরের মায়ায় প্রবাসী বাংলাদেশিরা মুগ্ধ হয়ে গানে গলা মেলান।শুক্রবার সন্ধ্যায় ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এই কনসার্টে অংশ নিয়ে জেমস বলেন, “সৌদি আরবে প্রথমবার এলাম। এত সুন্দর আয়োজন আর এত দর্শক দেখে আমি সত্যিই অভিভূত। রিয়াদে এসে আমার দারুণ লাগছে।”
প্রবাসীদের জন্য জেমসের এই আয়োজন বিশেষ এক মিলনমেলায় রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদি আরবে এর আগে প্রবাসী বাঙালিদের এমন বিশাল সমাগম কোনো অনুষ্ঠানে দেখা যায়নি।
গান পরিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে জেমস বলেন, “রেমিট্যান্সযোদ্ধারা অনেক পরিশ্রম করেন। তাদের কর্মব্যস্ত জীবনে সংগীতের মাধ্যমে কিছু সময়ের জন্য তাদের আনন্দ দিতে পেরে আমি গর্বিত। আশা করি তারা দেশের জন্য আরও কাজ করবেন।”
সৌদি আরবে থাকা তরুণ প্রবাসীদের উদ্দেশে জেমস বলেন, “আপনারা যারা এখানে এসেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমি বারবার এখানে আসতে চাই।”
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫