Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

সংস্কার নিয়ে চিন্তা নেই, জাতীয় সরকার বাস্তবায়ন করবে: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।


আমীর খসরু বলেন, “সংস্কার নিয়ে কোনো ধরনের চিন্তার প্রয়োজন নেই।

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন করবে।”


ধর্মীয় ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, “যেভাবে সাম্প্রদায়িক ইস্যু তুলে দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে, বাংলাদেশ আসলে এমন নয়। ১৫ বছর আগে যে দাবিগুলো ছিল না, এখন সেগুলো অন্তবর্তীকালীন সরকারের সময়ে সামনে আসছে। এগুলো কারা করছে, তা আমাদের বুঝতে হবে।”


তিনি আরও বলেন, “দেশকে বিভিন্ন কৌশলে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিস্ট শাসকদের বিতাড়িত করা সম্ভব হয়েছে, সেই ঐক্য অটুট রাখতে হবে। ধর্মের নামে ঘটানো নানা ঘটনা আসল কি না, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।”


বিএনপির এই নেতা বলেন, “অন্তবর্তীকালীন সরকারের অধীনে শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই। তাই বিএনপি এ সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করছে।”

২০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন