আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শুক্রবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে একটি গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, নিজের দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের জন্য দীর্ঘ বছর ধরে কাজ করছি। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ছাত্রজীবন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই
তিনি বলেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে সারা দেশের মানুষ ধিক্কার দেয়। ঘৃণা করে। কিন্তু তিনি পদত্যাগ করছেন না। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। এর পরও তিনি কীভাবে দাবি করেন-তার মান আছে, সেটাই তো বুঝি না। শিগগিরই তার লিগ্যাল নোটিশের জবাব দেওয়া হবে।
সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ফুটবলের সুদিন ফেরানোর জন্য ৪৪ বছর বয়সেও মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি। আমিসহ সাংবাদিকবৃন্দ এবং সাবেক ফুটবলাররা এখন ফুটবল নিয়ে কথা বলছেন। ফুটবল ফেডারেশনের ব্যর্থতায় প্রধানমন্ত্রীও বিরক্ত। মানুষকে ধোঁকা দিয়ে নতুন করে কেউ আবারও ফুটবল ফেডারেশনের নেতৃত্বে যেতে পারবেন না। এ থেকে ফুটবলের সুদিন ফেরার আভাস পাওয়া যাচ্ছে।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫