Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতীয়

স্মার্ট ভিলেজ বিষয়ক দিনব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

স্টাফ রিপোর্টার
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

দেশের গ্রামগুলোকে Daily Bangladesh Mirror

New Roman"; mso-bidi-theme-font:minor-bidi;mso-ansi-language:EN-US;mso-fareast-language: EN-US;mso-bidi-language:AR-SA"> প্রযুক্তিনির্ভর, দারিদ্রমুক্ত এবং উৎপাদনশীল স্মার্ট ডিজিটাল ভিলেজে রূপান্তর করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এই বিষয়ে গ্রামবাসীকে প্রশিক্ষত করা এবং সচেতনতা তৈরি করা খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টির তাৎপর্য অনুধাবন করে নগদহাট বাংলাদেশ লিমিটেড এবং -ফার্মার আগামী ০২ জুন, ২০২৩, রোজ শুক্রবার নরসিংদি জেলার পলাশ উপজেলার অন্তর্গত ভিরিন্দা গ্রামে স্মার্ট  ভিলেজ বিষয়ক দিনব্যাপী  হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। দেশের পল্লী অঞ্চলের মানুষদের স্মার্ট ভিলেজ গঠন সম্পর্কে আত্মবিশ্বাসী অনুপ্রাণিত করে তোলাই এই কর্মশালার মূল লক্ষ্য। পলাশ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠেয় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক জনাব মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জাতীয় যুব কাউন্সিলের সভাপতি এবং প্রমিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ আলম, ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাবের উল হাই, - ফার্মার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাহিদুজ্জামান সাঈদ, এবং নগদহাট বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা। দিনব্যাপী অনুষ্ঠেয় এই প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন -ক্যাবের ওমেন ফোরামের কো-চেয়ারম্যান শাম্মী আক্তার।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন