Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

শিশু আছিয়া হত্যাকারীদের বিচারে দাবিতে কুমিল্লায় মানববন্ধন

রাসেল সোহেল:
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




আছিয়া ধর্ষণসহ সাড়া দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লা মহানগর মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


রোববার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য দেন, কুমিল্লা মহানগর বিএনপির

সভাপতি উদবাতুল বারী আবু,কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন,সাধারণ সম্পাদক শাহিন আফরোজ বিজলী,জিয়া স্মৃতি পাঠারগারের সাংগঠনিক সম্পাদক ফরিদা আক্তার ডলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে যেভাবে ধর্ষণের ঘটনা বেড়েছে তা উদ্বেগজনক। এজন্য সরকারকে আরও কঠোর হতে হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে এর দায়ভার সরকারকেও নিতে হবে।


এসময় কুমিল্লা মহানগর ও  সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের মহিলা দলেরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন