কুমিল্লার বরুড়া উপজেলার বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে কুমিল্লা সদর আর্মি ক্যাম্প (২৩ বীর)।
আটককৃতরা হলেন কবির (অস্ত্র ও গোলাবারুদ বহনকারী) এবং দেলোয়ার হোসেন (ইয়াবা বহনকারী)। তারা দুজনেই আপন ভাই। তারা উপজেলার বড় হরিপুরের বটখালী গ্রামের সফর আলীর ছেলে।
বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীর
এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে কবিরের কক্ষ থেকে ২২ ইঞ্চি লম্বা দেশীয় তৈরি ধারালো অস্ত্র এবং পাম্প হাউস থেকে ১২ বোর শটগানের গুলিসহ একটি দেশীয় তৈরি শটগান উদ্ধার করে। অন্যদিকে, দেলোয়ার হোসেনের ওয়ার্ডরোব তল্লাশি করে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ইনফিনিক্স স্মার্ট ৭ মোবাইল, ভিভো ওয়াই ২১ মোবাইল, ২২ ইঞ্চি দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।স্থানীয় সূত্র জানায়, কবির ও দেলোয়ার দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
অভিযানের নেতৃত্বদানকারী ২৩ বীরের এক কর্মকর্তা জানান, ‘এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’
তাদেরকে বড়ুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫