Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সিন্ডিকেট তো আর সরকারের চেয়ে শক্তিশালী না! এ সিন্ডিকেটের দৌরাত্ম্য কমে যাবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

বাজার পরিস্থিতির ওপর কখনো কোনো সরকারের সেভাবে হাত ছিল না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বাজার পরিস্থিতি ওঠা-নামা হবেই। আর আজকের সংকটে এই ওঠা-নামার মাত্রাটা আরও বাড়বে এটি খুব স্বভাবিক।'

রোববার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'তুলনামূলকভাবে ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক

হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার দুটো ঈদই মোটামুটি হ্যাসেল ফ্রি।'

তিনি আরও বলেন, এবার ঈদের একটি বিষয় খুবই লক্ষ্যনীয়, এখন যে বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের প্রতিক্রিয়া; সেখানে দেখুন এবার ১ কোটি ৫১ লাখ পশু কুরবানি হয়েছে। গত ঈদে সেটা ১ কোটির নিচে ছিল। এটা নিয়ে বিরূপ মন্তব্য না করাই ভালো, আমরা অর্থনৈতিক অবস্থা এমনটা হয়নি; ঈদুল আজহার সময় গরু কুরবানির বিষয়টা, ঈদের আনন্দ উপভোগের মতো সাধ্য আমাদের দেশে এখনও আছে।

কাদের বলেন, 'আমাদের বাড়ি যাওয়ার যে বিষয়টা, পদ্ম সেতুতে আমাদের টোল আদায় ১ কোটি ২০-৩০ লাখ প্রতিদিন। সেখানে ঈদের আগের ১ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার। বঙ্গবন্ধু সেতুতে একই সময়ে ৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা টোল আদায় হয়েছে।'

দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি আরও বলেন, আশা করি এটা লাগাম ছাড়া থাকবে না। এক সময় এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। সিন্ডিকেট বলেন আর যা-ই বলেন, সিন্ডিকেট তো আর সরকারের চেয়ে শক্তিশালী না! সরকার সিরিয়াসলি ট্রাই করছে এবং এ সিন্ডিকেটের দৌরাত্ম্য কমে যাবে।

২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন