Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করে সংবিধান বদলে দিয়েছে : চৌদ্দগ্রামে দার্শনিক ফরহাদ মজহার

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




প্রখ্যাত কবি, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার বলেন জনগণই সকল ক্ষমতার অধিকারী, জনগণ সম্মতি ছাড়া কেউ শাসক হিসেবে দাবী করতে পারে না এবং জণগণের অনুমতি ছাড়া কোন আইন পাশ হতে পারে না। এটাকেই বলে জনগণের স্বার্বভৌমত্ব। জনগণ যদি নিজের মধ্যে আলোচনা করে একটা সিন্ধান্তে আসতে পারে, আমাদের সকলের জন্য এটা একটা কল্যাণকর হবে। শেখ হাছিনা ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করেছে, সংবিধান বদলে দিয়েছে।

সবকিছু বদলে দিয়ে তিনি রাষ্ট্রের নামে করেছেন। তবে তিনি রাষ্ট্রের নামে এটা করতে পারেন? উত্তর হচ্ছে না। যদি গণ সার্বভৌমত্ব থাকে তাহলে এটা তিনি করতে পারেন না। জনগণের সাথে পরামর্শ করে কাজ করতে হবে। 


ড. ইউনুছ সাহেবগণ অভূত্থানের পর উনি ক্ষমতায় এসেছেন। এখন তিনি অনেকগুলো কমিশন গঠন করেছেন। এই যে কমিশনের লোকরা উপরে বসে বসে বাংলাদেশের বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা করতেছে। এটা কি হলো? উত্তরে হলো না।


 আপনাদের(জনগণ) জিজ্ঞেস করছিল? চৌদ্দগ্রাম উপজেলার হিসেবে কি সমস্যা, কুমিল্লা জেলা হিসেবে কি সমস্যা। এনিয়ে তো জনগণের সাথে কোন আলোচনায় বসেন নাই, কোন পদ্ধতিও শুরু করেন নাই। গণ সার্বভৌমত্ব আর রাষ্ট্র সার্বভৌমত্ব আকাশ পাতাল তফাৎ।


তিনি সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়নের বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে আয়োজিত “গণঅভ্যুত্থান পরবতী সমাজ গঠন ও বই পড়া প্রয়োজনীয়তায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন।


কবি ও সাহিত্যিক ইমরান মাহফুজের সঞ্চালনায় কোমাল্লা ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান মাওলানা মোহাম্মদ নুরুল আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) অধ্যাপক এইচ আর হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্যাহ,  জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকার্স সোসাইটির সভাপতি আগা আজাদ চৌধুরী, কবি, গবেষক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন, বানানের সম্পাদক মোহাম্মদ রোমেল, সম্পাদক ও শিশু সাহিত্যিক মামুন সারওয়ার, লেখক ও সাংবাদিক আবিদ আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, ফেনী সিটি কলেজের প্রভাষক এয়াছিন পাটোয়ারী, কবি আমজাদ হোসেন, আবৃত্তি ছড়াকার জয়নাল আবেদীন জয়।


 এসময় আরো উপস্থিত ছিলেন ধনুসাড়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, চৌদ্দগ্রাম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নান্টু দেবনাথ প্রমুখ।

১৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন