বলিউডের সুলতান সালমান খান জীবনের ৬০টি বসন্ত পার করেও এখনও অবিবাহিত। এই কিং খান কাবিন না করায় তার ভক্তদের ঘুম হারাম হওয়ার জোগাড়! অন্যদিকে, তার সমবয়সী শাহরুখ খান স্ত্রী ও তিন সন্তান নিয়ে সুখে আছেন, আর আমির খান তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সালমান? তিনি কি চিরকালের মতোই ব্যাচেলর থাকবেন? এই প্রশ্নে ভক্তদের মাথাব্যথা বেড়েই চলেছে।
সম্প্রতি পিঙ্কভিলার এক প্রতিবেদনে
জানানো হয়েছে, সালমানের ভক্তরা এবার সরাসরি মাঠে নেমেছেন! তারা নিজেরাই তাদের প্রিয় নায়কের জন্য উপযুক্ত পাত্রী খুঁজতে ব্যস্ত। বিশেষ করে, অভিনেত্রী আমিশা প্যাটেলকে সালমানের জীবনসঙ্গী হিসেবে দেখতে চাইছেন অনেকে। সালমান-আমিশার জুটি কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে।উল্লেখ্য, ৬০ বছরের সালমান যেমন আজও কাবিন হননি, তেমনি ৫০ পেরনো আমিশাও এখনও অবিবাহিত। তাই ভক্তদের এই উদ্যোগে আশ্চর্য হওয়ার কিছু নেই।
আমিশার একটি পুরনো সাক্ষাৎকার সম্প্রতি আবার ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছিলেন, "ভক্তরা প্রায়ই বলে, আমি সালমানের জন্য পারফেক্ট ম্যাচ হতে পারি। তারা আমাদের জুটি পছন্দ করে, এমনকি আমাদের সুন্দর একটি সন্তানও চায়!"
এই সাক্ষাৎকার ফের আলোচনায় আসতেই নেটিজেনরা জোরেশোরে সমর্থন জানাচ্ছে। অনেকেই বলছেন, "আমাদের ভাইজানের ভাবী হোন আমিশা—এটাই আমাদের চাওয়া!"
এখন দেখা যাক, ভক্তদের এই চাপে সালমান খান শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেন কি না!
২ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫