Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

কুমিল্লা বিভাগ

সাহেব আলীর সহায়তায় বিল্লালের কুমিল্লায় বিজয় মেলার নামে বাণিজ্য মেলার রমরমা ব্যবসা!

স্টাফ রিপোর্টার:
১৭ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
# ফাইল ফটো



  • # স্থানীয় ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ
  • # সাংবাদিক সংগঠনের নামে দুই সংবাদকর্মীর পকেটে গেছে ২ লাখ টাকা!
  • # ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা


কুমিল্লা টাউন হল মাঠে ‘বিজয় মেলার’ নামে যে বাণিজ্য মেলা চলছে, এর নেপথ্যে থাকা দুই ব্যক্তি  সাহেব আলী ও মো: বিল্লাল হোসেন এখন কুমিল্লা শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।


সাহেব আলী

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা অপরদিকে মো: বিল্লাল হোসেন কুমিল্লায় মেলা বিল্লাল নামে পরিচিত। 


বিভিন্ন সূত্রে জানা যায়, প্রত্যেকটি স্টল জেলা প্রশাসন কার্যালয় থেকে চার হাজার টাকা করে বরাদ্দ নিলেও মেলা ঠিকাদার বিল্লাল  প্রতিটি ব্যবসায়ীর কাছ থেকে ৪০ থেকে ৪৫ হাজার টাকা করে নিচ্ছে ।


 এই বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা সাহেব আলীর কাছে অভিযোগ নিয়ে গেলে তিনি খারাপ ব্যবহার করে অভিযোগকারীকে বের করে দেয় বলে জানা গেছে।


স্থানীয় একাধিক সূত্র জানায়, মেলাটির পুরো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছেন সাহেব আলী ও বিল্লাল। বিজয় দিবসকে সামনে রেখে আবেগকে কাজে লাগিয়ে বিজয় মেলার নামের আড়ালে বাণিজ্য মেলা আয়োজন করে এ চাঁদাবাজী চলছে বলে অভিযোগ উঠেছে।


 মেলাটির নামে “বিজয়” শব্দ জুড়ে দেওয়া হলেও মাঠজুড়ে নেই মুক্তিযুদ্ধভিত্তিক কোনো প্রদর্শনী, শহীদদের স্মরণে আয়োজন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। বরং স্টল সাজানো হয়েছে খেলনা, প্রসাধনী, পোশাক, ফাস্টফুডসহ বিভিন্ন পণ্যে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্টলের স্বত্বাধিকারী বলেন, আমি মেলার বিল্লাল থেকে ৪০ হাজার টাকা নিয়ে স্টল নিয়েছি। পরে জানতে পারলাম সরকারি ফি ৪ হাজার। আমাকে কোন ভাউচার দেয় নাই। 


তারা আরও বলেন, “মেলা শুরুর আগে আমাদেরকে বলা হয়েছিল এটা বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন। কিন্তু স্টল বরাদ্দ নেওয়ার পর দেখা গেল ভিন্ন চিত্র। বিভিন্ন সময়ে এলাকার কিছু ব্যক্তি এসে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অতিরিক্ত টাকা দাবি করছে। কেউ কেউ নিজেদের ‘আয়োজক পক্ষের লোক’ পরিচয় দিয়ে স্টলের সামনে এসে হুমকিও দেয়।


একজন দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা বিজয় মেলা না, ব্যবসার মেলা। এখানে বিজয়ের কোনো চিহ্ন নেই।”


খারাপ ব্যবহার করে অভিযোগকারীকে বের করে দেওয়ার বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা সাহেব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ রকম বিষয়ে আমার জানা নেই। আমি কারও সাথে খারাপ ব্যবহার করি নাই। আমার কাছে আসছে কিছু লোক, তারা মৌখিক অভিযোগ দিয়ে গিয়েছে। 


মো: বিল্লাহ হোসেন বলেন,  এ মেলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি আগে বানিজ্য মেলা করেছি দেখে আমার নাম বার বার আসে। 


কুমিল্লার কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বলেন, বর্তমানে বিজয় মেলার নামে বানিজ্য মেলা করছে কুমিল্লা টাউন হল মাঠে। এই বাণিজ্য মেলার কারণে দোকান ব্যবসায়ীরা কোন ভাল অবস্থানে নেই। এই মেলায় নিম্নমানের মালামাল বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের সাথে প্রতারণা করা হচ্ছে। প্রশাসনকে অনুরোধ করবো অচিরেই এ মেলা বন্ধ করুন। 


এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু: রেজা হাসানকে একাধিক বার কল দিয়েও পাওয়া যায়নি।


এ বিষয়ে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম সাইফুল জানান, আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি।  দোকানগুলো সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই বরাদ্দ দেওয়ার কথা ছিল। এ বিষয়ে আমরা তদন্ত  করে দেখছি।

১৭ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন