১৩ মে ২০২৩
ইং তারিখ, রোজ শনিবার, ঢাকার কল্যাণপুরের নগদহাট কর্পোরেট অফিসে নগদহাটের
ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
অনুষ্ঠানে
অথ্যবহুল বিজনেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন নগদহাটের উপ
ব্যবস্থাপনা পরিচালক জনাব কারিমুল মাওলা
শামীম। প্রোগ্রামে নগদহাট সম্পর্কে রিসেল পার্টনাররা মূল্যবান
অভিমত ব্যক্ত করেন । রিসেল
পার্টনারদের পক্ষ থেকে অনুষ্ঠানে
বক্তব্য প্রদান করেন জনাব
ডাঃ আজহার উদ্দীন, জনাব এমএ কুদ্দুস, মোঃ মহিউদ্দীন, এবং
সাংবাদিক আব্দুল কাদের ।
নগদহাটের রিসেল পার্টনাররা রিসেলিং
, অ্যাফিলিয়েট মার্কেটিংসহ নগদহাটের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ
করেছেন। অনুষ্ঠানে রিসেলিং , অ্যাফিলিয়েট মার্কেটিংসহ নগদহাটের বর্তমান ব্যবসায়িক কার্যক্রম এবং ভবিষ্যৎ ব্যবসায়িক
কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
নগদহাটের
এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব
হামিদুল হক বিক্রয়
বৃদ্ধি এবং
বিপণন কার্যক্রমে গতিশীলতা আনায়নের বিষয়ে
দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জনাব হামিদুল হক
গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিপণন প্রক্রিয়া
অধিকতর ফলপ্রসূ করার কৌশল নিয়ে
সহজবোধ্য ভাষায় আলোচনা করেন।
বিশেষ
অতিথির বক্তব্যে নগদহাটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসরাফিল
মোল্লা রিসেল পার্টনার গেট টুগেদার প্রোগ্রামটিকে
অংশগ্রহণমূলক এবং সর্বাত্মকভাবে সফল
করে তোলার জন্য আগত রিসেল
পার্টনার এবং অতিথিদের প্রতি
কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন নগদহাট
উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে
সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে। তিনি
বলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে নগদহাট
রূপকল্প ২০৪১ বাস্তবায়নে দঢ়প্রতিজ্ঞ।
নগদহাটের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন নগদহাট
ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতেও তার
ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করেছে। সবার অকুণ্ঠ সমর্থন,
সম্পৃক্ততা এবং সহযোগিতার মাধ্যমে
তিনি নগদহাটকে দেশের একটি নেতৃত্বদানকারী ই-কমার্স প্রতিষ্ঠানে পরিণত করার সংকল্প ব্যক্ত
করেন।
প্রধান
অতিথির বক্তব্যে নগদহাটের সম্মানিত চেয়ারম্যান এবং প্রমিজ গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ আলম
সবাইকে আরও বেশি উদ্যমী
ও কৌশলী হয়ে একসাথে আন্তরিকতার
সাথে কাজ করে ব্যবসায়িক
সাফল্য নিশ্চিতের জন্য আহ্বান জানান।
নিয়মতান্ত্রিকভাবে ও নিষ্ঠার সাথে
কাজ করলে নগদহাট অদূর
ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে
যাবে বলে তিনি দঢ়
আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন উদ্যোক্তা
সৃষ্টির মাধ্যমে দেশের
ক্রমবর্ধবান বেকারত্ব ও দারিদ্র দূরীকরণে
নগদহাটের ভূমিকা ইতোমধ্যে সর্ব মহলে ব্যাপকভাবে
প্রশংসিত হয়েছে। ব্যবসায়িক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনয়নে নগদহাট অগ্রণী ভূমিকা পালন করবে বলে
তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুরো
দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে
মোট ১৫০ জন অতিথি
উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজের পর আগত রিসেল
পার্টনার এবং আমন্ত্রিত অতিথিদেরকে
আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হয়।
রিসেল
পার্টনার এবং আমন্ত্রিত অতিথিরা
রিসেল পার্টনার গেট টুগেদার প্রোগ্রাম
সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা সবাই নিয়মিত
বিরতিতে এই ধরণের তথ্যবহুল
এবং দিক নির্দেশনামূলক অনুষ্ঠান
আয়োজনের উপর গুরত্বারোপ করেন।
নগদহাটের ভাইস চেয়ারম্যান এবং
অনুষ্ঠানের সভাপতি জনাব সুজিত কুমার
সাহা নগদহাটের রিসেল পার্টনার এবং আমন্ত্রিত অতিথিদের
আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫