ভারত থেকে আমদানিকৃত আরও ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৮) আওতায় এই চাল আনা হয়েছে।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মার্চ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত
থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে। ইতোমধ্যে চুক্তি অনুযায়ী ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে।এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্রুততার সঙ্গে চাল খালাসের প্রক্রিয়া শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫