Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ঐকমত্যে না পৌঁছানোর উপায় নেই: উপদেষ্টা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




জনগণের আস্থা অর্জনের জন্য সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো অপরিহার্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।


রিজওয়ানা

হাসান বলেন, "গতানুগতিক কিছু চ্যালেঞ্জ তো রয়েছেই। তবে এখন বিভিন্ন সংস্কার নিয়ে ঐকমত্য গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটাকে চ্যালেঞ্জ বলুন বা না বলুন, এটি একটি চলমান প্রক্রিয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে জনগণের প্রত্যাশা পূরণ করা।"


তিনি আরও যোগ করেন, "আরেকটি বড় ইস্যু হলো, জুলাই-আগস্ট মাসে যে নৃশংস হত্যাকাণ্ড ও বর্বরতা ঘটেছে, তার সুষ্ঠু বিচার নিশ্চিত করা। আমাদের সামনে সময় কম, তবে আমরা চেষ্টা করব যেন এই বিচার প্রক্রিয়ার কিছু ফলাফল জনগণের কাছে তুলে ধরা যায়। এতে তাদের মধ্যে আস্থা ফিরে আসবে যে, এই বর্বরতার বিচার সত্যিই হচ্ছে।"


এ বিষয়ে তিনি বলেন, "জাতীয় স্বার্থে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্যে পৌঁছানো জরুরি। কিন্তু প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। এসব পার্থক্য কমিয়ে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে কিছু সময় লাগবে।"


এই প্রসঙ্গে তিনি সংস্কার প্রক্রিয়াকে জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন