Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত অন্তত ১৩ জন

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




ইউক্রেনের দক্ষিণের শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার গাইডেড বোমা হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।


বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পেজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে, রক্তাক্ত বেসামরিক লোকজনকে শহরের রাস্তায় চিকিৎসা

প্রদান করছে জরুরি সেবাকর্মীরা।


সামাজিক মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, একটি শহরে বিমান হামলার চেয়ে বর্বর কিছু হতে পারে না। এটা জেনেও যে সাধারণ বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হবে।


ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস বুধবার টেলিগ্রামে জানিয়েছে, সুউচ্চ আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষ একটি ট্রাম ও যাত্রীবাহী বাসে আঘাত করেছে।


আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, রুশ বাহিনী দুপুরে শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা হামলা চালিয়েছে। অন্তত দুটি আবাসিক ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।



মস্কো প্রায় তিন বছর ধরে ইউক্রেনের ওপর যুদ্ধকালীন সময়ে বেসামরিক অবকাঠামোর ওপর বিমান হামলা চালিয়েছে। তবে তারা বরাবরই বেসামরিক নাগরিকদের নিশানা করার অভিযোগটি অস্বীকার করেছে।


২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে এবং অন্যান্য সহযোগী দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সহায়তা সরবরাহের কাজে নেতৃত্ব দিচ্ছে।


রাশিয়ার হামলায় ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া—চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী। এই চার প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ।

১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন