জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, আগামী ১৫ মে’র মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রাথমিক আলোচনা শেষ করা হবে।
রোববার (৪ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২-দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা
বক্তব্যে তিনি এ কথা বলেন। আজকের বৈঠকে ১২-দলীয় জোটের ১১ নেতা অংশগ্রহণ করেন।আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, "জাতীয় ঐকমত্য গঠনের দায়িত্ব শুধু কমিশনের একার নয়। আপনারা যারা আন্দোলনে রয়েছেন, আপনারা যারা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, তারা নিজেদের সহযোগী ও অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা করুন—কীভাবে আমরা একমত হতে পারি।"
তিনি ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, "আমাদের সবাইকে একসাথে আসতে হবে। সব বিষয়ে আমরা একমত নাও হতে পারি, কিন্তু রাষ্ট্র গঠনের মূল নীতিতে ঐক্যমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।"
তিনি আরও যোগ করেন, "শুধু এই টেবিলে বসে আলোচনা করে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়।"
আলোচনার সময়সীমা উল্লেখ করে তিনি বলেন, ১৫ মে’র মধ্যে প্রাথমিক আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলোর ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন করা হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের সঞ্চালনায় এ বৈঠকে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও মোহাম্মদ মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। ১২-দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং বিএলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমসহ অনেকে অংশ নেন।
১৭ ঘন্টা আগে সোমবার, মে ৫, ২০২৫