Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের শীর্ষ শ্রম প্রতিনিধি

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের শ্রমবিষয়ক একটি প্রতিনিধি দল বাংলাদেশের টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থবহ ও মানসম্পন্ন কর্মসংস্থানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছে।


শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় এসে প্রতিনিধি দলটি প্রথমে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে শ্রমিকদের কাজের পরিবেশ

নিয়ে বৈঠক করেছে। একই দিনে দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।


এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ। তার সঙ্গে রয়েছেন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।


সফরের সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা, তৈরি পোশাক শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া, মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন, যেখানে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সহায়তায় করণীয় বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন।


এই সফরের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান বজায় রাখা, এবং টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন